Established | ১৯৯৫ |
---|---|
ধরণ | বেসরকারী বিশ্ববিদ্যালয় |
চ্যান্সেলর | রাষ্ট্রপতি জিল্লুর রহমান |
ভাইস চ্যান্সেলর | অধ্যাপক এ.এম.এম শফিউল্লাহ |
অবস্থান | তেজগাঁও, ঢাকা, বাংলাদেশ |
ক্যাম্পাস | শহুরে |
ডাকনাম | AUST |
সম্পৃক্ততা | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www.aust.edu |
ইতিহাস ও বর্ণনা
আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা আহসানিয়া মিশন দ্বারা ১৯৯৫ সনে "বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২"অনুযায়ী প্রতিষ্ঠিত হয় যা বাংলাদেশের সর্বাধিক মানসম্পন্ন বেসরকারী প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ঢাকা আহসানিয়া মিশন একটি অলাভজনক বাংলাদেশী স্বেচ্ছাসেবী সংগঠন যা ১৯৫৮ সালে খান বাহাদুর আহসানুল্লাহ প্রতিষ্ঠিত করেন। ঢাকার তেজগাঁও এ অবস্থিত সর্বমোট ৪টি ১০তলা (২তলা মাটির অভ্যন্তরে) আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত বিল্ডিংএ ৫ বিঘা জমির উপর অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস । স্থাপত্য ও প্রকৌশল, বিজ্ঞান ও কলা এবং ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনা এবং শিক্ষা অনুষদের অধীনে রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিষয়সমূহ। আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ও অন্যান্য অনেক জাতীয় এবং আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা এবং পেশাদার সম্পর্ক রক্ষণাবেক্ষণ করে । । ওয়েবোমেট্রিক্স (Webometrics) তাদের বিশ্ববিদ্যালয় ক্রম ২০০৮- এ আহসানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাঝে প্রথম, সকল বিশ্ববিদ্যালয়ের মাঝে তৃতীয় এবং ভারতীয় উপমহাদেশে ৭৭তম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করে। এই ক্রম বৈজ্ঞানিক গবেষণা, আর্ন্তজাতিক প্রতিযোগিতার ফলাফল এবং গবেষণাপত্র প্রকাশের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
স্বীকৃতি
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রোগ্রামগুলো নিম্নলিখিত সংস্থাগুলি দ্বারা স্বীকৃতঃ- University Grants Commission , Bangladesh (http://www.ugc.gov.bd/)
- International Association of Universities (http://www.iau-aiu.net/)
- BUET, KUET, RUET, CUET, DUET (Bangladesh, Khulna, Rajshahi, Chittagong, Dhaka University of Engg. & Tech.)
- The Institute of Engineers, Bangladesh (http://www.iebbd.org/)
- Institute of Architects Bangladesh (http://www.iab.com.bd/)
- Institute of Textile Engineers & Technologists, Bangladesh (http://itetbd.org/)
- The Erasmas Mundas Mobility with Asia (http://emma.uni-hd.de/)
ভাইস চ্যান্সেলর
অধ্যাপক এ.এম.এম শফিউল্লাহ [ প্রাক্তন ১০ম ভাইস চ্যান্সেলর, বুয়েট ]অনুষদ, প্রতিষ্ঠান ও বিভাগসমূহ
এই বিশ্ববিদ্যালয়ে নিম্নলিখিত অনুষদ এবং বিভাগ আছে :স্থাপত্য এবং পরিকল্পনা অনুষদ:
স্থাপত্য বিভাগ (আর্কিটেকচার)
-- স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রী
প্রকৌশল অনুষদ:
তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ (ইইই)
-- তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিজ্ঞানে স্নাতক ডিগ্রী
পুরকৌশল বিভাগ (সিভিল)
-- পুরকৌশলে স্নাতক ডিগ্রী
-- পুরকৌশলে স্নাতকোত্তর ডিগ্রী
কমপিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই)
-- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিজ্ঞান স্নাতক ডিগ্রী
টেক্সটাইল টেকনোলজি বিভাগ (টিটি)
-- টেক্সটাইল প্রযুক্তি বিজ্ঞান স্নাতক ডিগ্রী
যন্ত্রকৌশল ও উৎপাদন প্রকৌশল বিভাগ (এমপিই )
-- যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রী
-- ইন্ডাস্ট্রিয়াল উৎপাদন প্রকৌশলে স্নাতক ডিগ্রী
কলা ও বিজ্ঞান বিভাগ (এএন্ডএস)
-- গণিত বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী
ব্যবসা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদঃ
বিজনেস স্কুল
-- ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রী - বিবিএ
-- ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রী (রেগুলার) - এমবিএ
-- ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রী (এক্সিকিউটিভ) - ইএমবিএ
শিক্ষা অনুষদঃ
শিক্ষা বিভাগ
-- মাস্টার্স ইন এডুকেশন (এম ইডি)
-- প্রাথমিক শিক্ষায় ব্যাচেলর ডিগ্রী (বি এড.- প্রাথমিক)
-- অপ্রচলিত শিক্ষায় ব্যাচেলর ডিগ্রী (বি এড-অপ্রচলিত)
No comments:
Post a Comment